আমাজন জঙ্গল ‘আমাজনিয়া’ নামেও পরিচিত। এই বিশাল বনটি দক্ষিণ আমেরিকার আমাজন নদীবিধৌত অঞ্চলে অবস্থিত। এটি পুরো আমাজন নদীর অববাহিকাকে আচ্ছাদন করে রেখেছে। এই অববাহিকার এলাকা প্রায় ৭,০০,০০০ বর্গকিলোমিটার (২৭,০০,০০০ বর্গমাইল), যার মধ্যে ৬,০০,০০০ বর্গকিলোমিটার (২৩,০০,০০০ বর্গমাইল) বনভূমি দ্বারা আবৃত।